Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বিএনপি জামায়াতের ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে ফের মামলা

Icon

যুগান্তর রিপোর্ট, সোনারগাঁ

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আজগরকে প্রধান আসামি করে বিএনপি-জামায়াতের ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বারদী ক্যাম্পের এসআই মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এর আগে ৯ সেপ্টেম্বর রাতে সাদিপুর ইউনিয়ন বিএনপির ৪৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছিল। সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, উপজেলার বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর প্রায় শতাধিক বিএনপির নেতাকর্মীকে নিয়ে বুধবার দুপুরে বারদী বাসস্ট্যান্ড এলাকায় সরকার উৎখাতের ষড়যন্ত্র ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিস্ফোরকদ্রব্য দিয়ে হামলার ষড়যন্ত্র করছিল। এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই ইসহাক মিয়ার নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলী আজগরকে গ্রেফতার করা হয়।

সোনারগাঁ থানা বিএনপি সভাপতি খন্দকার আবু জাফর জানান, কোনো ঘটনা ছাড়াই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ভুতুড়ে মামলা করছে পুলিশ। সম্প্রতি যে তিনটি মামলার ঘটনা উল্লেখ করেছেন ওই এলাকায় কোনো মিটিং-মিছিলের ঘটনাই ঘটেনি। এলাকা টার্গেট করে পুলিশ একের পর এক বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম