Logo
Logo
×

সারাদেশ

প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে বাড়ি থেকে অপহরণ!

Icon

আমতলী প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০১৮, ০২:৩৯ পিএম

প্রেমে রাজি না হওয়ায় মাদ্রাসাছাত্রীকে বাড়ি থেকে অপহরণ!

বরগুনার আমতলী নিজেদের বাড়ি থেকে অপহৃত হওয়া এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে পুলিশ অপহৃতা ও অপহরণকারীকে আমতলী থানায় নিয়ে আসে।

এর আগে শুক্রবার রাতে চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় অপহরণকারী বশির হাওলাদারকে (৩২) গ্রেফতার করা হয়।

জানা গেছে, উপজেলার একটি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার ফলপ্রার্থী ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে একই গ্রামের রহম আলী হাওলাদারের ছেলে এক সন্তানের জনক বশির হাওলাদার প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মেয়ে ওই প্রস্তাবে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে গত ১৮ মার্চ রাতে বশির হাওলাদার তার লোকজন নিয়ে ওই মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে মেয়ের বাবা ২২ মার্চ আমতলী থানায় বশির হাওলাদারকে আসামি করে মামলা দায়ের করেন।

ঘটনার ৬ দিন পর আমতলী থানা পুলিশ চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী এলাকার বশির হাওলাদারের ভগ্নিপতি নশা মিয়ার বাসা থেকে অপহৃতাকে উদ্ধার করে। শনিবার দুপুরে পুলিশ অপহৃতা ও অপহরণকারী বশির হাওলাদারকে আমতলী থানায় নিয়ে আসে।

আমতলী থানার এসআই ফারুক মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই ছাত্রীকে অপহরণকারী বশির হাওলাদারের ভগ্নিপতির বাসা থেকে উদ্ধার করা হয়েছে।

আমতলী থানার ওসি মো. সহিদ উল্যাহ বলেন, অপহৃতা ছাত্রী থানা হেফাজতে রয়েছে এবং অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার দু’জনকে আদালতে সোপর্দ করা হবে।

প্রেম মাদ্রাসাছাত্রী অপহরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম