Logo
Logo
×

ঘরে বাইরে

নিরাপদ পানির কথা বললেন চঞ্চল চৌধুরী

Icon

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

নিরাপদ পানির কথা বললেন চঞ্চল চৌধুরী

চঞ্চল চৌধুরী। ছবি সংগৃহীত

সম্প্রতি ইউনিলিভারের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে অভিনেতা চঞ্চল চৌধুরী নিরাপদ পানি নিয়ে তার উপলব্ধির কথা জানান। তিনি বলেন, ‘নিরাপদ পানি আমাদের সবার অধিকার। আমি মনে করি, যে কোনো কিছুর আগে নিরাপদ পানি নিশ্চিত করাটা বেশ জরুরি।

কারণ, পানিই জীবন। অনিরাপদ বা দূষিত পানির প্রভাবে মৃত্যুর সংবাদ প্রায়ই খবরের কাগজে আসে। আর খাবার পানির নিরাপত্তা নিশ্চিত করতেই অনেক বছর ধরে বাংলাদেশের বাজারে কাজ করে আসছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পিউরিফায়ার ব্র্যান্ড পিওরইট।’

তিনি আরও বলেন, দেশের বাজারে শুধু কেনাবেচাতেই তারা সীমাবদ্ধ নয়, নিরাপদ পানির ব্যাপারে সাধারণ মানুষকে সচেতন করতে ‘এসডিজি-৬’ নিয়ে কাজও করছে তারা। সবমিলিয়ে পিওরইটের সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত।

ইউনিলিভার বাংলাদেশ জানায়, ঢাকার বিভিন্ন শপিংমলে পাওয়া যায় পিওরইটের পিউরিফায়ার। এছাড়াও নিউমর্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি, মিরপুর, উত্তরা, গুলিস্তান, রামপুরাসহ বিভিন্ন প্লাস্টিক ও গৃহস্থালি সামগ্রীর দোকানে পাওয়া যাবে এই পিউরিফায়ার।

লেখা : ঘরেবাইরে ডেস্ক

নিরপদ পানি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম