Logo
Logo
×

জাতীয়

নতুন প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:২৪ পিএম

নতুন প্রধান বিচারপতিকে স্বাগত জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি

নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে স্বাগত জানিয়েছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। এ নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন হলেও পরিবর্তিত পরিস্থিতিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার সন্ধ্যায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সমিতির সভাপতি জয়নুল আবেদীন। প্রধান বিচারপতি নিয়োগের পর জরুরি সভা ডেকে তাকে সংবর্ধনা দেয়ার বিষয়ে মতৈক্যে পৌঁছায় তারা।  

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি মো. অজিউল্লাহ, উম্মে কুলসুম রেখা, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ১১সদস্য। 
জয়নুল আবেদীন বলেন, প্রধান বিচারপতির পদটি দীর্ঘদিন ধরে দেশে শূন্য ছিল। এই পদে নিয়োগ না হওয়ায় আইনজীবীসহ সব শ্রেণির মানুষই উদ্বিগ্ন ছিল। দেশের বিচার বিভাগের ইতিহাসে এমন ঘটনা এর আগে ঘটেনি।

প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লংঘনের বিষয়ে সমিতির সভাপতি বলেন, অবশ্যই প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লংঘন হয়েছে। আইনজীবী সমাজ, দেশের মানুষ ও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আইনের শাসনে বিশ্বাস করে। আমরা সব সময় এই আইনজীবী সমিতিকে দলনিরপেক্ষভাবে পরিচালনা করে আসছি।

তিনি বলেন, আইনের শাসনে বিঘ্ন হওয়ার ঘটনায় বিভিন্ন সময় আমরা প্রতিবাদ করেছি। সেজন্য এই সুপার সেশনের বিরুদ্ধে এই আইনজীবী সমিতি। যেহেতু পরিবর্তিত পরিস্থিতে এই নিয়োগটি হয়েছে, তাই আমরা মনে করি, এতে বাংলাদেশের প্রধান বিচারপতির শূন্যপদ পূরণ হয়েছে। এ কারণে নতুন প্রধান বিচারপতিকে স্বাগত জানাই। রোববার সকালে প্রধান বিচারপতিকে অভিনন্দন জানাবে আইনজীবী সমিতি।

জয়নুল আবেদীন আরও বলেন, বিচার বিভাগে যে ক্ষতির সৃষ্টি হয়েছে আশা করি, নতুন প্রধান বিচারপতি তা পূরণ করবেন। স্বাধীন বিচারব্যব্স্থা, মানবাধিকার রক্ষার জন্য তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন, যাতে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারে।

 

বিচারপতি সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি স্বাগত জানিয়েছে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম