Logo
Logo
×

প্রথম পাতা

বিটিআরসিকে চিঠি

আওয়ামী লীগের ডিজিটাল কার্যক্রম বন্ধ হচ্ছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আওয়ামী লীগের ডিজিটাল কার্যক্রম বন্ধ হচ্ছে

নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইন ও ডিজিটাল কার্যক্রম বন্ধে উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা (এনসিএসএ)। মঙ্গলবার পাঠানো এ চিঠিতে আওয়ামী লীগসহ এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব অনলাইন প্ল্যাটফর্ম অবরুদ্ধ করার অনুরোধ জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চিঠিতে সংগঠনগুলোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, টিকটক, টেলিগ্রাম এবং এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, এসব অ্যাকাউন্ট বন্ধে প্রয়োজনীয় আইনগত ভিত্তি উল্লেখ করে মেটা, গুগলসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করা হবে। ইতোমধ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান এবং মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর অনলাইন প্রচারণা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যে কোনো ধরনের প্রকাশনা, প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল ও ডিজিটাল কার্যক্রম নিষিদ্ধ করা হয়। উল্লেখ্য, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এসব নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এছাড়া একই দিনে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন স্থগিত করে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব যুগান্তরকে বলেন, যেহেতু আওয়ামী লীগ দল হিসাবে নিষিদ্ধ হয়েছে, সেহেতু তাদের সব কার্যক্রম নিষিদ্ধের আওতায় পড়বে। সন্ত্রসবিরোধী ও সাইবার আইনের আওতায় এসসিএসএ-এর অধিকার বলে তাদের ওয়েবসাইট বন্ধ করতে আমরা চিঠি দিয়েছি। এছাড়া প্রজ্ঞাপন জারির রেফারেন্সে বিটিআরসির মাধ্যমে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর অ্যাকাউন্ট এবং কনটেন্ট সন্ত্রসী কার্যক্রম উসকে দেয়, সেগুলো ব্লক করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হবে।

মেটার স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্ল্যাটফর্মটি ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আওয়ামী লীগ সরকারের সময়ে বিটিআরসির অনুরোধে বাংলাদেশে ২ হাজার ৯৪০টি আইটেমে প্রবেশাধিকার সীমিত করেছে। অন্যদিকে গুগলের স্বচ্ছতা প্রতিবেদনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ থেকে কনটেন্ট সরানোর জন্য ৪৯০টি অনুরোধ করা হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৮২৭টি আইটেম ছিল। সবচেয়ে বেশি ৩৩৭টি অনুরোধ ছিল প্রথম ৬ মাসে। প্রথম ৬ মাসে গুগল ৬৮ দশমিক ২ শতাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি। পরের ৬ মাসে ৪৫ দশমিক ৮ শতাংশ ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এনসিএসএ সূত্রে জানা যায়, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসাবে এসব আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে দ্রুত চিঠি পাঠানো হবে।

এদিকে সরকারের নির্দেশনা অনুযায়ী মোবাইল অপারেটর এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদানকারীরা জানিয়েছে, তাদের নেটওয়ার্ক ব্যবহার করে যেন আওয়ামী লীগ অনলাইনে প্রচার চালাতে না পারে, সে বিষয়ে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

আওয়ামী লীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম