Logo
Logo
×

শেষ পাতা

আমদানিতে ডলারের দাম বেড়ে ১২৩ টাকা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমদানিতে ডলারের দাম বেড়ে ১২৩ টাকা

ডলারের বিপরীতে টাকার মান বাজারের ওপর ছেড়ে দেওয়ার নয় কার্যদিবসের মধ্যে আমদানিতে এর দাম এক টাকা বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকায় উঠেছে। তবে ডলারের গড় দাম ১২২ টাকা ২২ পয়সার মধ্যে রয়েছে। কয়েকটি ব্যাংক এখনও ১২২ টাকা করে ডলার বিক্রি করছে। তবে বেশিরভাগ ব্যাংকই এর দাম বাড়িয়েছে। ব্যাংকে নগদ ডলার বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১২৪ টাকায়।

তিন দিন ধরে ডলারের দাম বেশি বেড়েছে। সোমবার ব্যাংকে প্রতি ডলার সর্বনিম্ন ১২২ টাকা ২৫ পয়সা ও সর্বোচ্চ ১২৩ টাকা দরে বিক্রি হয়েছে। এদিন ডলারের গড় দাম ছিল ১২২ টাকা ৮ পয়সা। ১৪ মে ডলারের গড় দাম ছিল ১২১ টাকা ৯৯ পয়সা। ১৫ মে তা বেড়ে ১২২ টাকা ১৭ পয়সায় ওঠে। ২৪ মে তা বেড়ে ১২২ টাকা ৭০ পয়সায় ওঠে। ২৫ মে আরও বেড়ে ১২২ টাকা ৮৫ পয়সায় ওঠে।

বিশ্লেষকরা বলেছেন, রেমিট্যান্স প্রবাহ বাড়ছে, আমদানি ব্যয় নিয়ন্ত্রণে, বকেয়া দেনা পরিশোধের চাপ নেই। রপ্তানির প্রবৃদ্ধিও ভালো। ফলে বাজারে ডলারের প্রবাহ বাড়ছে। তারপরও ডলারের দাম বাড়ছে কেন কেন্দ্রীয় ব্যাংকের খতিয়ে দেখা উচিত। ডলারের দাম বাড়ায় পণ্য আমদানি খরচ বেড়ে যাবে। এর প্রভাবে বাড়বে ব্যবসা খরচ।

কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম নিয়ন্ত্রণের মধ্যে রাখতে বাজারে কঠোর নজরদারি করছে। সবচেয়ে বেশি ডলার লেনদেন করে এমন ব্যাংকে তদন্ত করা হচ্ছে। অন্য ব্যাংকেও নজর রয়েছে।

ডলার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম