নীতিমালা আংশিক শিথিল
আমদানির বিল পরিশোধ করা যাবে অসম্পূর্ণ নথিতে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমদানির বিল পরিশোধের নীতিমালা আংশিক শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানির প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে কিছুটা শিথিলতা দেখাতে পারবে। যেসব আমদানির প্রয়োজনীয় কাগজপত্র নেই। কিন্তু পণ্য যথাযথভাবে দেশে এসেছে এমন সব তথ্য প্রমাণ রয়েছে ওইসব আমদানির বিল ব্যাংকগুলো বিদেশি ব্যাংকের অনুকূলে পরিশোধ করতে পারবে। আগে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া আমদানির বিল পরিশোধের সুযোগ ছিল না।
এ বিষয়ে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
সূত্র জানায়, বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালা অনুযায়ী আমদানির ক্ষেত্রে ব্যাংকগুলোতে এলসি খোলা থেকে পণ্য দেশে আসা পর্যন্ত সব ধরনের কাগজপত্র ব্যাংকের নথিতে থাকতে হবে। এসব নথি যথাযথভাবে থাকলেই কেবল চুক্তি অনুযায়ী আমদানির বিল পরিশোধ করা হবে। নথিতে কোনো কাগজের ঘাটতি থাকলে বিল পরিশোধ করা যাবে না। সাম্প্রতিক সময়ে অনেক পণ্যের আমদানির ক্ষেত্রে নথিতে যথাযথ কাগজপত্র পাওয়া যাচ্ছে না। ফলে আমদানির বিলও পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এতে আমদানি বাণিজ্যে জটিলতা দেখা দিয়েছে। এ বিষয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোর পক্ষ থেকে কেন্দ্রীয় ব্যাংককে জানানো হয়েছে। এ পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক ওই নীতিমালা শিথিল করেছে।
