Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

রোমিং করা মোবাইল বিল শোধের নিয়ম সহজ হলো

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোমিং করা মোবাইল ফোনের বিল পরিশোধের নিয়ম সহজ করল কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহকরা বিল টাকায় পরিশোধ করতে পারবে। আগে ডলারে পরিশোধ করতে হতো। প্রতি দফায় রোমিংয়ের বিল ৬ হাজার টাকা এবং বছরে ৩০ হাজার টাকা পরিশোধ করত মোবাইল ফোন অপারেটররা। তারা গ্রাহকদের কাছ থেকে টাকা নেবে। এর বিপরীতে ব্যাংকে টাকা জমা দিয়ে বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধ করবে। এ বিষয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। দেশের বাইরে ভ্রমণে গেলে অনেক বাংলাদেশি মোবাইল সিমটি রোমিং করে নেন। এই সেবা গ্রহণ আরও সহজ করেছে কেন্দ্রীয় ব্যাংক। রোমিং সেবার বিল গ্রাহক এখন থেকে টাকায় পরিশোধ করা যাবে। আগে ডলারে পরিশোধ করতে হতো।

সার্কুলারে বলা হয়, এখন থেকে গ্রাহকের কাছ থেকে প্রতিবার বিদেশ ভ্রমণে সর্বোচ্চ ৬ হাজার টাকা আর বছরে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত রোমিং বিল টাকায় পরিশোধ করতে পারবে। এ ধরনের সেবা পেতে এতদিন আন্তর্জাতিক কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রায় বিল পরিশোধ করতে হতো গ্রাহকদের। নতুন নির্দেশনার ফলে এখন থেকে সেই সীমাবদ্ধতা শিথিল হলো।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম