দশ মাসে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দেশের পণ্য রপ্তানি আয় ইতিবাচক ধারায় রয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) ৪ হাজার ২১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৮৩ শতাংশ বেশি। এছাড়া একক মাস হিসাবে এপ্রিলে রপ্তানি হয়েছে ৩০২ কোটি ডলারের পণ্য। গত বছর একই সময় আয় হয় ২৯৯ কোটি ডলার। সেক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৮৩ শতাংশ। সোমবার রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। সংস্থাটির পতিবেদন পর্যালোচনা করে এ সব তথ্য পাওয়া গেছে।
ইপিবি সূত্র জানায়, এপ্রিল মাসে তৈরি পোশাক, পাট ও পাট পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত খাদ্য, চামড়াবিহীন জুতার রপ্তানি বাড়লেও কৃষি প্রক্রিয়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে। ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে মোট পণ্য রপ্তানির ৮১ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। রপ্তানি হয়েছে ৩ হাজার ২৬৪ কোটি ডলারের তৈরি পোশাক। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ১০ শতাংশ বেশি।
চামড়া ও চামড়া পণ্যের রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। এপ্রিল পর্যন্ত ৯৩ কোটি ডলারের চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের প্রথম ১০ মাসের তুলনায় ১০ শতাংশ বেশি। তবে গত মাসে চামড়া ও চামড়া পণ্য রপ্তানি ১২ শতাংশ বেড়েছে। রপ্তানি হয়েছে ৮ কোটি ডলারের পণ্য। কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। এ সময়ে রপ্তানি হয়েছে ৮৬ কোটি ডলারের কৃষি প্রক্রিয়াজাত পণ্য। অর্থবছরের এপ্রিল পর্যন্ত ৬৮ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮৯ শতাংশ কম।
