সমঝোতা হয়নি আইএমএফের সঙ্গে
বৈঠক আরও হবে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডলারের বিপরীতে টাকার বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কোনো সমঝোতা ছাড়াই সর্বশেষ বৈঠকটিও শেষ হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় অনলাইনে পূর্বনির্ধারিত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এবং দুই ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান ও কবির আহম্মদ অংশ নেন। ওয়াশিংটন থেকে আইএমএফের দুজন প্রতিনিধি বৈঠকে অংশ নেন। বৈঠকে সংস্থাটির প্রধান দুটি শর্ত নিয়ে আলোচনা হয়। একটি হলো বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়া ও দ্বিতীয়টি হলো রাজস্ব আয় বাড়ানো। তবে বৈঠকে কোনো সমঝোতা হয়নি। আইএমএফ চাচ্ছে এখনই শতের্র বাস্তবায়ন, তারপর কিস্তি ছাড়। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সময় চাচ্ছে। কারণ এখন ডলারের দাম বাড়িয়ে টাকার মান কমানো হলে মূল্যস্ফীতির হার আবার বেড়ে যাবে। ফলে কোন সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়েছে। তবে কেন্দ্রীয় ব্যাংক সরকারের সঙ্গে আলোচনা করে আইএমএফের সঙ্গে পরবর্তী বৈঠক করবে বলে বৈঠকে জানানো হয়েছে। আলোচনা এখনো শেষ হয়ে যায়নি। তবে বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে আইএমএফের মিশন ঢাকা সফরের সময়ও কোনো সমঝোতা হয়নি।
