Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

রিজার্ভ কমে ২০ বিলিয়ন ডলারের ঘরে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সঙ্গে বৈদেশিক বাণিজ্যের দায় বাবদ ১৮৮ কোটি ডলার মঙ্গলবার পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ২০ বিলিয়ন (১০০ কোটিতে এক বিলিয়ন) ডলারের ঘরে নেমে এসেছে। এর আগে রিজার্ভ বেড়ে ২২ বিলিয়ন ডলারের ওপরে উঠেছিল।

গত মার্চ এপ্রিল সময়ের জন্য আকুতে ১৮৮ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। এর ফলে মঙ্গলবার দিনের শুরুতে রিজার্ভ ছিল ২২ দশমিক ০৬ বিলিয়ন বা ২ হাজার ২০৬ কোটি ডলার। আকুর দায় পরিশোধের পর আগে রিজার্ভ বেশি কমে গেলেও এবার তেমটা কমেনি।

আকুর মাধ্যমে প্রতি দুই মাস পর বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার ও মালদ্বীপের মধ্যে বাণিজ্যিক লেনদেনের অর্থ নিষ্পত্তি করা হয়।

এর আগে গত মার্চে জানুয়ারি ফেব্রুয়ারির জন্য ১৭৫ কোটি ও নভেম্বর ডিসেম্বর সময়ের জন্য ১৬৭ কোটি ডলার আকুতে পরিশোধ করা হয়েছিল।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম