ডলার বাজার : নয় ব্যাংকে বিশেষ তদন্ত শুরু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডলারের বিপরীতে টাকার বিনিময় হার বাজারভিত্তিক করার পর বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোতে বিশেষ তদন্ত শুরু করেছে। এ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি ডলার লেনদেন করে এমন ৯টি ব্যাংককে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি বেসরকারি ব্যাংক ও ১টি সরকারি ব্যাংক রয়েছে। বাজারভিত্তিক বিনিময় হারের সুযোগ নিয়ে যাতে কোনো ব্যাংক ডলারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য আগাম সতর্কতা হিসাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অনিয়ম রোধে বাংলাদেশ ব্যাংকের নয়টি দলকে মাঠে নামানো হয়েছে। তারা এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
তদন্ত দলগুলো বুধবার ব্যাংকগুলোতে পরিদর্শন করতে নেমেছে। তারা ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার লেনদেন পর্যবেক্ষণ করবে।
নিয়ম অনুযায়ী ব্যাংকগুলো ডলার লেনদেনের যে দরপ্রতিদিন ঘোষণা করবে তার মধ্যে থেকেই লেনদেন করতে হবে। এর ব্যতিক্রম হলেই জবাবদিহির আওতায় আনা হবে।
