নগদের সিইও’র পদে থাকার অধিকার নেই: গভর্নর
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে মো. সাফায়েত আলমকে জালিয়াত হিসাবে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, অবশ্যই তিনি (নগদের সিইও) জালিয়াতি করেছেন। তিনি দোষী ও তার এই পদ পাওয়ার কোনো অধিকার নেই এবং দায়িত্ব নিতে পারেন না। রোববার নগদের পরিচালনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে গভর্নর সাংবাদিকদের এ কথাগুলো বলেন। সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ; ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব; অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ খাত সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভা সূত্র জানায়, নগদের অনিয়ম ও আদালতে মামলার পরিপ্রেক্ষিতে যে পরিস্থিতির সূত্রপাত ঘটেছে, তার দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা হয়। এতে সবাই ঐকমত্য পোষণ করেন। সভায় নগদের জন্য আলাদা একটি পর্ষদ গঠন নিয়ে আলোচনা হয়। আপাতত বাংলাদেশ ব্যাংক নগদের পরিচালনায় থাকলেও ভবিষ্যতে থাকবে না। এমনকি ডাক বিভাগও নগদ পরিচালনায় থাকবে না। পেশাদারদের দিয়েই প্রতিষ্ঠানটি পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
সভা শেষে সাংবাদিকরা গভর্নরের কাছে জানতে চান, বাংলাদেশ ব্যাংক যার নামে মামলা করেছে, তাকে আবারও নগদের সিইও করা হয়েছে। এ বিষয়ে গভর্নর বলেন, সরকার তো সেটা মানবে না। এটা তো সরকারের অবস্থান নয়। সরকারের অবস্থান বাংলাদেশ ব্যাংক যেটা বলেছে, সেটাই। তবে যেহেতু বিষয়টি এখনো আদালতে বিচারাধীন রয়েছে, এ বিষয়ে এর বেশি কিছু বলা ঠিক নয়।
