Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বিবিএস’র কোয়ার্টারলি প্রতিবেদন

দেশে বেকার বেড়েছে ১ লাখ ৬০ হাজার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে ২০২৩ সালের তুলনায় বেকার জনগোষ্ঠীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৬০ হাজার। এ বেকারত্ব পুরুষদের মধ্যে। অর্থাৎ ১ লাখ ৬০ হাজার পুরুষ বেকার হয়েছে। আর বর্তমানে দেশে বেকারত্বের হার ৩ দশমিক ৬৫ শতাংশ, যা ২০২৩ সালের প্রতিবেদনে ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) কোয়ার্টারলি লেবার ফোর্স সার্ভে-২০২৪-এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রোববার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

বিবিএস জানায়, দেশে বর্তমানে ২৬ লাখ ২০ হাজার বেকার জনগোষ্ঠী রয়েছে। ২০২৩ সালে এটি ছিল ২৪ লাখ ৬০ হাজার। বর্তমানে ১৮ লাখ পুরুষ বেকার রয়েছে; যা ২০২৩ সালে ছিল ১৬ লাখ ৪০ হাজার। এছাড়া বর্তমানে মহিলা বেকারের সংখ্যা ছিল ৮ লাখ ২০ হাজার, যা ২০২৩ সালে ছিল ৮ লাখ ২০ হাজার। অর্থাৎ মহিলা বেকারের সংখ্যা বাড়েনি।

প্রতিবেদনে বলা হয়েছে, বেকার জনগোষ্ঠী মূলত তারাই, যারা বিগত ৭ দিন সময়ে কমপক্ষে ১ ঘণ্টাও কোনো কাজ করেননি। কিন্তু কাজ করার জন্য ৭ দিন এবং আগামী দুই সপ্তাহের জন্য প্রস্তুত ছিলেন এবং ৩০ দিনে বেতন/মজুরি বা মুনাফার বিনিময়ে কোনো না কোনো কাজ খুঁজেছেন, তাদেরই বেকার হিসাবে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে শ্রমশক্তি রয়েছে ২০২৪ সালের হিসাবে ৭ কোটি ১৭ লাখ ৩০ হাজার। ২০২৩ সালের হিসাবে ছিল ৭ কোটি ৩৪ লাখ ৫০ হাজার। এ তুলনায় দেশের শ্রমশক্তি কমেছে। ২০২৪ সালের হিসাবে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা ৬ কোটি ৯১ লাখ ১০ হাজার। ২০২৩ সালের প্রতিবেদনে ছিল ৭ কোটি ৯ লাখ ৮০ হাজার জন। এ হিসাবে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যাও কমেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম