Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

নগদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরে নিষেধাজ্ঞা

লেনদেন চালু আছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোবাইলে আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের ব্যাংক হিসাবগুলো যাদের স্বাক্ষরে পরিচালিত হয়, তা পরিবর্তন করতে পারবে না ব্যাংকগুলো। পাশাপাশি ব্যাংকগুলো নগদের হিসাব থেকে অর্থ লেনদেন করতে পারবে না। তবে নগদের নিয়মিত লেনদেন চলবে। নগদ পরিচালনায় নিয়ন্ত্রণ হারানোর পর বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা জারি করেছে। গ্রাহকের জমানো অর্থ যাতে কোনোভাবে তছরুপ না হয়, সে জন্য এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, নগদ অতিরিক্ত ৬৫০ কোটি টাকা ই-মানি তৈরি করে জালিয়াতি করেছে। বাংলাদেশ ব্যাংক ছাড়া কারও টাকা তৈরির ক্ষমতা নেই। তারা শুধু জমা করা টাকার সমপরিমাণ ই-টাকা তৈরি করতে পারে। পাশাপাশি তারা সরকারি ভাতার ২ হাজার কোটি টাকা লুট করেছে। বিদেশি প্রতিষ্ঠানের নিরীক্ষাতেও এটা উঠে এসেছে। সে জন্য প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

গভর্নর বলেন, ‘আদালতের কারণে প্রশাসক দল কাজ করতে পারছে না। আপিল করেছি, আশা করি ন্যায়বিচার পাব। এই সময় নগদ অনেক কিছু করে ফেলতে পারে। নথিপত্র নষ্ট করে বা প্রমাণ মুছে ফেলতে পারে। তবে গ্রাহকের অর্থের যেন ক্ষতি না হয়, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। নগদ ব্যাংকের মাধ্যমে কোনো টাকা স্থানান্তর করতে পারবে না।’

গত বছরের ৫ আগস্ট নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার নগদে প্রশাসক নিয়োগ দেয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম