একনেক বৈঠক
এগারো হাজার ৮৫১ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম উন্নয়নসহ ৯ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ১১ হাজার ৮৫১ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিলের আট হাজার ৪৬ কোটি, বৈদেশিক সহায়তা দুই হাজার ৯৮৮ কোটি এবং সংস্থার নিজস্ব তহবিলের ৮১৬ কোটি টাকা ব্যয় করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। এদিকে দুর্নীতির আশঙ্কায় একটি প্রকল্প অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে।
এদিকে একনেক বৈঠক শেষে একই স্থানে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে একনেক বৈঠক। দুপুর ১২ থেকে দুপুর ২টা ২২ মিনিট পর্যন্ত চলে উপদেষ্টা পরিষদের বৈঠক। একনেকে অনুমোদিত প্রকল্পগুলো হলো, কারিগরি শিক্ষা অধিদপ্তরের আটটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ, ১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটউটের সক্ষমতা বৃদ্ধি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজগুলোর উন্নয়ন। এছাড়া, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মসংস্থান সৃষ্টি এবং পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংদেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি প্রকল্প। আরও আছে, আরবান ক্লাইমেট রিজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রকল্প এবং লোকাল ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্ট।
দুর্নীতির আশঙ্কায় প্রকল্প ফেরত : দুর্নীতির আশঙ্কা থাকায় একটি প্রকল্প ফেরত দিয়েছে একনেক। প্রকল্পটি হলো-সমবায়ের মাধ্যমে নারীর দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন। এটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৯৯ লাখ টাকা। সমবায় অধিদপ্তর থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হয় একনেক বৈঠকে। তবে এ প্রকল্পে দুর্নীতি হতে পারে বলে সন্দেহ হওয়ায় প্রকল্পটি অনুমোদন না দিয়ে ফেরত দেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রকল্প প্রস্তাবটি অধিক যাচাই বাছাই করতে বলা হয়েছে বলে একনেকে অংশ নেওয়া এক কর্মকর্তা জানিয়েছেন।
