যুক্তরাজ্যে পাচারের অর্থ জব্দের পদক্ষেপ ইতিবাচক: টিআইবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশের পতিত সরকারের ঘনিষ্ঠ সুবিধাভোগীদের (সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান) পাচার সম্পদ জব্দ করেছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। প্রথমবারের মতো ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করা হয়। এ ধরনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ সংস্থাটি স্বাগত জানায়।
টিআইবির মতে, এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে যৌথ আইনি সহায়তার পথ আরও সুগম হবে। তদন্ত কার্যক্রম দ্রুত অগ্রসর হয়ে পাচার অর্থ-সম্পদের পুনরুদ্ধার সম্ভব হবে। একইসঙ্গে যুক্তরাজ্যের এই পদক্ষেপ অনুসরণ করে পাচারের অন্যসব গন্তব্য দেশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে অবৈধভাবে পাচার হওয়া অর্থ-সম্পদ প্রথমবারের মতো জব্দের ঘটনায় আমরা আশাবাদী। তবে এটিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখার সুযোগ নেই। জব্দ হওয়া এই অর্থ-সম্পদ হিমশৈলের চূড়ামাত্র। পতিত কর্তৃত্ববাদী সরকারের আশীর্বাদপুষ্ট আরও বহু ব্যক্তি বিপুল পরিমাণে অর্থ-সম্পদ পাচার করেছেন। তাদের প্রত্যেকের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
