Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

এক সপ্তাহে রিজার্ভ বেড়েছে ৫২ কোটি ডলার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে দেশের নিট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে ৫২ কোটি ডলার। রোববার দিনের শুরুতে নিট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫২ কোটি ডলারে। গত সপ্তাহে রিজার্ভ ছিল ২ হাজার কোটি ডলার। আমদানি ব্যয় নিয়ন্ত্রণ, রপ্তানি আয় বৃদ্ধি ও রেমিট্যান্স প্রবাহ বাড়ায় দেশের রিজার্ভ বাড়ছে।

গত সপ্তাহে বৈদেশিক দেনা শোধ করায় দেশের রিজার্ভ কমে ২ হাজার কোটি ডলারে নেমে গিয়েছিল।

চলতি অর্থবছরের জুলাই এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৩৪ দশমকি ৬২ শতাংশ, জুলাই মার্চে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৯ শতাংশ। একই সময়ে আমদানি ব্যয় বেড়েছে ১৫ দশমিক ৩০ শতাংশ। এসব মিলে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ কম হচ্ছে। কারণ রিজার্ভ বাড়ছে। বাজারে ডলারের প্রবাহ বাড়ায় সরকারের বৈদেশিক মুদ্রার চলতি হিসাবে গত জুলাই মার্চে ঘাটতি কমে ৬৬ কোটি ডলারে নেমেছে। গত অর্থবছরের একই সময়ে এ খাতে ঘাটতি ছিল ৪৪০ কোটি ডলার।

২৪ দিনে এলো ২২৫ কোটি ডলার রেমিট্যান্স : আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ২৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৫ কোটি ডলার। গত বছরের পুরো মে মাসে এসেছিল ২২৫ কোটি ডলার। এ মাসের আরও দিন বাকি রয়েছে। এ হিসাবে ধারণা করা হচ্ছে, রেমিট্যান্স প্রবাহ ২৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে থাকা প্রবাসীদের আত্মীয়-স্বজনের বাড়তি খরচ মেটাতে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠিয়ে থাকেন।

বর্তমান সরকার ক্ষমতা নিয়ে হুন্ডির বিরুদ্ধে নানা ব্যবস্থা নেওয়ায় এর প্রবণতা কমেছে। ফলে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এছাড়া ব্যাংকগুলো তারল্য সংকট মেটাতে বেশি দামে হলেও রেমিট্যান্স কিনছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম