Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

পেট্রোবাংলার বিজ্ঞপ্তি

গ্যাস সরবরাহ ২১ শতাংশ বেড়েছে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে গ্যাসের সরবরাহ গত বছরের তুলনায় ২১ শতাংশ বেড়েছে। শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহের বিষয়ে গণমাধ্যমে শিল্প সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পেট্রোবাংলা। গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাখা দেওয়া হয়। শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। প্রতি ঘনমিটার গ্যাসের আমদানি মূল্য প্রায় ৬৫ টাকা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিল্প ও ক্যাপটিভ শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাসের মূল্য যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, অতিরিক্ত গ্যাস সরবরাহের জন্য প্রতি ঘনমিটারে সরকারকে ৩৫ টাকা ভর্তুকি দিতে হবে। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বণ্টন পরিবর্তন করায় আজ থেকে দৈনিক আরও ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে। সরকার শিল্পে গ্যাস সরবরাহের বিষয়ে তৎপর ও দ্রুত ব্যবস্থা নিয়েছে।

এছাড়াও গত বছর ও এ বছরের জানুয়ারি থেকে এপ্রিল মেয়াদে শিল্প প্রতিষ্ঠানের ক্যাপটিভ (বিদ্যুৎ উৎপাদনে) ও শিল্পে গ্যাস সরবরাহের চিত্র তুলে ধরেছে পেট্রোবাংলা।

সেখানে বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি মাসে শিল্প প্রতিষ্ঠানের ক্যাপটিভ (বিদ্যুৎ উৎপাদনে) ৩৮১ মিলিয়ন ঘনফুট, শিল্পে ৪৭০ মিলিয়ন ঘনফুটসহ মোট ৮৫১ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। ২০২৫ সালের একই সময়ে ক্যাপটিভ ৪২৩ মিলিয়ন ঘনফুট এবং শিল্পে ৪৯৩ মিলিয়ন ঘনফুটসহ মোট ৯১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। গত বছরের তুলনায় যা ৭ দশমিক ৬৪ শতাংশ বেশি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম