মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতি
১৮ ব্যাংক লভ্যাংশ দিতে পারবে না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৮টি ব্যাংককে লভ্যাংশ দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোর খেলাপি ঋণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়া ও প্রভিশন ও মূলধন ঘাটতি বৃদ্ধির কারণে আর্থিক পরিস্থিতির অবনতি ঘটেছে। এসব বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি উন্নতি করতে কেন্দ্রীয় ব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে। এ বিষয়ে সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে আলাদাভাবে চিঠি পাঠানো হয়েছে। ব্যাংকগুলো হচ্ছে-এবি ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবি ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এসবিএসি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও রূপালী ব্যাংক।
এসব ব্যাংকের বেশিরভাগেই গত আওয়ামী লীগ সরকারের আমলে বড় ধরনের লুটপাট হয়েছে। ফলে ব্যাংকগুলোর আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। এ দুর্বলতা কাটাতে ব্যাংকগুলো যে মুনাফা করছে সেগুলো লভ্যাংশ হিসাবে বিতরণ করতে পারবে না। মুনাফার টাকায় ব্যাংকগুলোকে প্রভিশন ঘাটতি পূরণ করতে হবে। এর মাধ্যমে তাদের আর্থিক দুর্বলতা কিছুটা হলেও কমবে। পাশাপাশি ঝুঁকির প্রবণতা কমে যাবে।
এদিকে ২০২৪ সালের আর্থিক বিবরণী এখনও অনেক ব্যাংক চূড়ান্ত করতে পারেনি। এজন্য কেন্দ্রীয় ব্যাংক তাদের সময় বাড়িয়েছে। যেসব ব্যাংক ভালো অবস্থায় রয়েছে ইতোমধ্যে তারা লভ্যাংশ ঘোষণা করেছে। কয়েকটি দুর্বল ব্যাংক লভ্যাংশ দেওয়ার অনুমোদন পেতে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে অনড় রয়েছে।
