Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ব্যাংক আল ফালাহ কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিদেশি ব্যাংক আল ফালাহর বাংলাদেশের কার্যক্রম কিনে নিচ্ছে বেসরকারি খাতের ব্যাংক এশিয়া। এ লক্ষ্যে ব্যাংক দুটির মধ্যে বুধবার সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর আগে বাংলাদেশ ব্যাংকও এ প্রস্তাব অনুমোদন করেছে। এটি কিনে নিলে ব্যাংক এশিয়ার বাংলাদেশে তিনটি বিদেশি ব্যাংক কেনার রেকর্ড হবে।

১৯৯৯ সালে যাত্রা শুরু করে ব্যাংক এশিয়া। প্রতিষ্ঠার পর এ নিয়ে তৃতীয় বার কোনো বিদেশি ব্যাংকের বাংলাদেশ শাখা কিনে নেওয়ার পদক্ষেপ নিয়েছে তারা। এর আগে কানাডাভিত্তিক নোভা স্কোটিয়া ও পাকিস্তানের মুসলিম কমার্শিয়াল ব্যাংকের বাংলাদেশ কার্যক্রম অধিগ্রহণ করেছিল ব্যাংক এশিয়া।

ইতোমধ্যে ব্যাংক আল ফালাহর সম্পদের একটি মূল্যায়ন করা হয়েছে। একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান দিয়েও সম্পদের মূল্যায়ন করা হয়। ব্যাংক আল ফালাহ ও ব্যাংক এশিয়া মূল্যায়িত সম্পদের ভিত্তিতে কেনাবেচায় সম্মত হয়েছে বলেই বুধবার দুই পক্ষের মধ্যে চুক্তি হয়। এখন পর্যায়ক্রমে ব্যাংক আল ফালাহর কার্যক্রম ব্যাংক এশিয়া অধিগ্রহণ করবে। বাংলাদেশে ব্যাংকটির ৭টি শাখা রয়েছে। এগুলো হচ্ছে, মতিঝিল, গুলশান, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, চট্টগ্রাম ও সিলেট শাখা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম