ইসলামী ধারার সঙ্গে ন্যাশনাল ব্যাংক একীভূত হবে না
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী ধারার ব্যাংকগুলোর সঙ্গে ন্যাশনাল ব্যাংক একীভূত হবে না। কারণ ন্যাশনাল ব্যাংক একটি প্রচলিত ধারার ব্যাংক। ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়ার সঙ্গে এনবিএলকে সম্পৃক্ত করা হবে না। ন্যাশনাল ব্যাংকের সঙ্গে ইসলামী ব্যাংকগুলোর মিল নেই। বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, প্রাথমিকভাবে ইসলামী ধারার দুর্বল পাঁচটি ব্যাংকের একীভূতকরণ পরিকল্পনা রয়েছে। এ প্রক্রিয়ায় এনবিএল অন্তর্ভুক্ত নয়। তার পরও বিষয়টি এখনো চূড়ান্ত নয়। ব্যাংক একীভূতকরণ হলেও আমানতকারীদের আতঙ্কের কিছু নেই।
