Logo
Logo
×

শিক্ষাঙ্গন

যানজটে ভর্তির স্বপ্নভঙ্গ ১৩ শিক্ষার্থীর

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:০৭ পিএম

যানজটে ভর্তির স্বপ্নভঙ্গ ১৩ শিক্ষার্থীর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে না পেরে ভর্তির স্বপ্নভঙ্গ হয়েছে ১৩ জন শিক্ষার্থীর। 

শনিবার (১৯ এপ্রিল) বিশ্ববিদব্যালয় এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষার নির্দেশনায় বলা হয়, পরীক্ষা শুরুর ন্যূনতম ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে৷ এছাড়া পরীক্ষা শুরু হওয়ার পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। 

সরেজমিনে দেখা যায়, পরীক্ষা শুরুর ৪ মিনিট, ১৭ মিনিট ও ২০ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হন ছয় শিক্ষার্থী। নির্ধারিত সময় পর উপস্থিত হওয়ার কারণে পরীক্ষায় বসতে পারেননি তারা। 

পরীক্ষায় অংশ নিতে না পারা সাজ্জাদ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ২০ মিনিট বিলম্ব করার কারণে আমাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। কিন্তু বিলম্ব করার পরও  রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বসতে দিয়েছিল। আমি মনে করি, আমাকে পরীক্ষার জন্য অনুমতি দেওয়া দরকার ছিল। আমার জীবন থেকে একটি বছর চলে গেল, ভেঙে গেল আমার স্বপ্ন।

রবিউল হোসেন নামে আরেক শিক্ষার্থী বলেন, পরের বছর থেকে যেন পরীক্ষা আরো দেরিতে অনুষ্ঠিত হয়। এবার ১০টায় অনুষ্ঠিত হয়েছে। আশা করি, পরের বার ১১টায় হয়।

এ বিষয় লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিয়া উদ্দিন বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের নিয়মের বাইরে তাদের (ভর্তিচ্ছুদের) অনুমতি দিতে পারি না।  কারণ, তারা নির্ধারিত সময়ের পর কেন্দ্রে উপস্থিত হয়েছে, যা আমাদের নিয়মের বাইরে।

কুবি যানজট স্বপ্নভঙ্গ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম