Logo
Logo
×

শিক্ষাঙ্গন

পবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

Icon

যুগান্তর প্রতিবেদন, দক্ষিণাঞ্চল

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৩:০৩ পিএম

পবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯০ শতাংশ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কেন্দ্রে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা।

ভর্তি পরীক্ষায় পবিপ্রবি কেন্দ্রে এক হাজার ২৩০ পরীক্ষার্থীর মধ্যে এক হাজার ১০১ জন অংশ নেন। উপস্থিতির হার ৮৯ দশমিক ৫১ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালে পবিপ্রবির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।’

এর আগে গত ২ মে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ৫ মে। এছাড়া, ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল।

 

গুচ্ছ ভর্তি পরীক্ষা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম