Logo
Logo
×

কর্পোরেট নিউজ

রূপায়ণ স্বপ্ন নিলয়ে জিমনেশিয়াম উদ্বোধন

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৩:০০ পিএম

রূপায়ণ স্বপ্ন নিলয়ে জিমনেশিয়াম উদ্বোধন

দেশের অন্যতম কন্ডোমিনিয়াম রূপায়ণ স্বপ্ন নিলয়ে অত্যাধুনিক জিমনেশিয়াম উদ্বোধন করা হয়েছে রোববার। প্রজেক্টে বসবাসকারীদের সুস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে এবং একটি সত্যিকারের সফল কন্ডোমিনিয়াম প্রকল্পের পূর্ব শর্ত হিসেবে জিমনেশিয়ামটি স্থাপন করা হয়েছে।

জিমনেশিয়াম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুল, রূপায়ণ স্বপ্ন নিলয় ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েসশনের উপদেষ্ঠা এম মাহবুব আলম ও প্রেসিডেন্ট রেজওয়ান আহম্মেদ তৌফিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খান রতন, পরিচালক (নির্মাণ) ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম সালাউদ্দিন, জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিস) প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ।

রাজধানীর সিদ্ধেশ্বরীতে ভিকারুননিসা নূন স্কুলের বিপরীতে ৮৫ কাঠা জমির ওপর নির্মিত রূপায়ণ স্বপ্ন নিলয়। দুটি বেজমেন্টসহ ১৪ তলাবিশিষ্ট রূপায়ণ স্বপ্ন নিলয় প্রকল্পে চারটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং ও একটি কমিউনিটি বিল্ডিং নিয়ে নির্মিত এই কন্ডোমিনিয়ামে জীবনযাপনের সর্বোচ্চ সুযোগ-সুবিধা পাবেন বসবাসকারীরা। এখানে ১৩০টি অ্যাপার্টমেন্টের বাসিন্দারাই পাবেন সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেম কক্ষ এবং নামাজের কক্ষের সুবিধা।
 

রূপায়ণ স্বপ্ন নিলয় জিমনেশিয়াম উদ্বোধন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম