স্বজন সমাবেশ
নারায়ণগঞ্জ স্বজনদের বই আড্ডা
জাহাঙ্গীর ডালিম
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫১ এএম
|
ফলো করুন |
|
|---|---|
যুগান্তর স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর ডালিমের উদ্যোগে কবি মুজিবুল হক কবীরের বই নিয়ে অনুষ্ঠিত হয় এক বই আড্ডা।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের লাইব্রেরি কক্ষে অনুষ্ঠিত হয় বই বিষয়ক এ আড্ডা। ৭০ দশকে কবিতার জগতে প্রবেশ করেন কবি মুজিবুল হক কবীর। এরমধ্যে তার ১১টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। ১৯৮৭ সালে তার কাব্যগ্রন্থ ‘পা যে আমার অনড় পাথর’ প্রথম প্রকাশিত হয়। যা পাঠক মহল সানন্দে গ্রহণ করে। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয় আরও ১০টি কাব্যগ্রন্থ। সর্বশেষ ২০২১ সালে প্রকাশিত হয় তার ‘আমাকে দাঁড়াতে দাও’ কাব্যগ্রন্থ। কবিতা চর্চার পাশাপাশি তিনি ছন্দ নিয়েও গবেষণা করেন। এ নিয়ে তার প্রবন্ধগ্রন্থ বেরিয়েছে ৭টি। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ছন্দের ঘরবাড়ি, ছন্দের মায়ামৃগ ও অন্যান্য ভাবনা, ছন্দ শিল্প: রবীন্দ্রনাথ ইত্যাদি।
এছাড়া ইংরেজিতে অনুবাদ করা তার ২টি বই হলো সিলেক্টেড পোয়েমস অব মুজিবুল হক কবীর এবং আই পেইন্ট ইন দ্য সাইলেন্ট ক্যানভাস।
নারায়ণগঞ্জের ছেলে মুজিবুল হক কবীর ১৯৫২ সালের ১১ এপ্রিল নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় জন্মগ্রহণ করেন। তৎকালীন জগন্নাথ কলেজ (বর্তমানে বিশ্ববিদ্যালয়) থেকে বাংলা ভাষা ও সাহিত্যে বিএ অর্নাস ও এমএ ডিগ্রি অর্জন করে কবি মুজিবুল হক কবীর শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছেন।
বই আড্ডায় মুজিবুল হক কবীর বলেন, ‘আমি মনে করি এ ধরনের বই আড্ডা নিয়মিত করা উচিত। প্রান্তিক পর্যায়ে অনেক কবি-সাহিত্যিক আছেন তাদের সাহিত্য কর্ম নিয়ে এ ধরনের আড্ডা হলে তারা লেখালেখিতে আরও বেশি উৎসাহিত হবেন। পাশাপাশি তারা সমাজ নির্মাণেও ভূমিকা রাখতে পারবেন।’
সভাপতি জাহাঙ্গীর ডালিম বলেন, ‘মুজিবুল হক কবীর স্যার আমাদের শিক্ষক। কাব্যচর্চার মাধ্যমে তিনি সমাজ নির্মাণে ভূমিকা রাখছেন। একইসঙ্গে আমাদের মতো নবীনদেরও লেখালেখিতে তিনি উৎসাহ দিয়ে যান নিয়মিত। ১৯৯০-৯৫ সালে নারায়ণগঞ্জ হাইস্কুলে কবীর স্যারের ছাত্র ছিলাম আমি। তিনি শিক্ষক হয়ে এখনো পথ দেখান আমাদের।
বই আড্ডায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের গ্রন্থাগার শিক্ষক মিরাজ মিয়া, স্বজন সমাবেশের সহ-সভাপতি রাকিবুল রকি, সাধারণ সম্পাদক মো. খায়রুল, প্রচার সম্পাদক মনির তালুকদার, সদস্য ফয়সাল, ফাহিম, সম্রাট, লিমন প্রমুখ।

-68c9bee14dd50.jpg)