Logo
Logo
×

স্বজন সমাবেশ

গৌরীপুরে যুগান্তর সম্পাদক সাইফুল আলমের ৬৬তম জন্মদিন উদযাপন

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১, ০৪:২৫ পিএম

গৌরীপুরে যুগান্তর সম্পাদক সাইফুল আলমের ৬৬তম জন্মদিন উদযাপন

দৈনিক যুগান্তর সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাইফুল আলমের ৬৬তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে সোমবার বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। 

বক্তব্য রাখেন গৌরীপুর সাংবাদিক সমিতির সভাপতি ও চাঁদের হাট অগ্রদূত শাখার সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সুবর্ণবাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন, সাহিত্য সম্পাদক গোপা দাস, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, ক্লাব ৯৭’র সদস্য মাহমুদা আক্তার লিপি, স্বজন আশিকুর রহমান রাজিব, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, ছাত্রলীগ নেতা মো. মনির হোসেন প্রমুখ।  

কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন রুবাইয়াত ইসলাম রোদেলা, আশিকুর রহমান রাজিব, তাহমিদ ইসলাম জিসান, শারলিন, জায়ান মুনতাসিক, আবু হুরায়রা, গোপা দাস, মাশাউকি রহমান হুমায়রা, তায়িবা জামান রাইনা, তাসফিয়া জামান রাইমা, রিফাহ তাসনিয়া তরী, কাশফিয়া জাহান তৃপ্তি।

যুগান্তর সাইফুল আলম জন্মদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম