মিরপুরে স্বজন সমাবেশের মাসিক কর্মপরিকল্পনা বিষয়ক সভা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১০:০৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বৃহত্তর মিরপুর স্বজন সমাবেশের মাসিক কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় মিরপুর ১১ নম্বর বাজার (ভাসানী মোড়) যুগান্তর স্বজন সমাবেশ বৃহত্তর মিরপুরের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গোলাম মর্তুজা। সভায় আগামী এক মাসের কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন- বৃহত্তর মিরপুর স্বজন সমাবেশের যুগ্ম আহ্বায়ক, জাকির হোসেন, মো. তানভীর হোসাইন, মুহাম্মদ শফিউল্লাহ মিরাজ, মো. মাকসুদুর রহমান সোহেল, সদস্য মো. নজরুল ইসলাম, মুহাম্মদ ওয়াহ্হাব আহমেদ, শাহ মান্না, আলমগীর হোসেন হেলাল, প্রভাষক মো. রুহুল আমিন পাখি, শেখ সাদ কায়সার সুমন ও যুগান্তরের মিরপুর প্রতিনিধি আফজাল হোসেন।
