কোম্পানীগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বজনদের শ্রদ্ধা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০২:৫৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুষ্পমাল্য অর্পণ করেছে যুগান্তর স্বজন সমাবেশের স্বজনেরা।
এ সময় উপস্থিত ছিলেন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জহিরুল ইসলাম তানভীর, আবদুল হালিম রকি, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি করিমুল হক সাথী, সহ-সভাপতি ফরিদা ইয়াছমিন মুক্তা, সাধারণ সম্পাদক শওকত আজিম জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা বেগম শিফা, যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হামিদ উল্যাহ হামিদ, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র রওশন আরা মিলি, কাউন্সিলর বিউটি রহমান প্রমূখ।
এছাড়া একই সময় বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বসুরহাট পৌরসভা, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ সকল সরকারি-বেসরকারি ও স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠান।
দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্ধনা, ইফতার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবা উল আলম ভূইয়া সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) পিয়াস চন্দ্র দাস, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের প্রমূখ।
