|
ফলো করুন |
|
|---|---|
বাড়ি যাবো,
ঠিক কবে যাবো তা জানি না-
তবে যাবো।
ইট পাথরের এই অট্টালিকা ছেড়ে
আমি সত্যিই বাড়ি যাবো।
বহু দিন তো হলো এভাবেই আছি,
বহুতল অট্টালিকার চূড়ায় চড়ে,
আসমানের ওই সুদূর নীলের কাছাকাছি।
সমতলে কী আছে ভুলে গেছি তা-ও প্রায়।
তবে এবার আমি সত্যিই বাড়ি যাবো,
দীঘল গাঁয়ের সবুজ মাঠের পাশেই যে পথটা-
ভাবছি পায়ে হেঁটে সেই পথেই যাবো।
শুভ্র বাতাসে পরম স্বস্তি, কতদিন পর আবার পাবো!
কতকাল হলো, মার হাতের শুটকি ভর্তা খাইনি,
খাইনি পালং শাক দিয়ে পুঁটি মাছের ঝোল,
আহা, কুমড়ো ফুলের বড়াটাও তো খাইনি বহুদিন,
লাল লাল ভুনায় দেখিনি মস্ত শোল।
এবার ঠিক যাবো, বাবার গড়া আমাদের প্রিয় ভাঙ্গা বাড়ি
চেটেপুটে খাবো গরুর গোস্ত ভুনা, কাঁচা কাঁঠালের তরকারি।
বাড্ডা, ঢাকা।
