Logo
Logo
×

স্বজন সমাবেশ

বাড্ডা স্বজন সমাবেশের বৃক্ষরোপন কর্মসূচি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম

বাড্ডা স্বজন সমাবেশের বৃক্ষরোপন কর্মসূচি

রাজধানীর বাড্ডা স্বজন সমাবেশের উদ্যোগে এলাকার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়। 

সকলের মাঝে বৃক্ষের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজনটি সম্পন্ন হয়। গাছ লাগান পরিবেশ বাঁচান' এ স্লোগান সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচির এ আয়োজনে যুক্ত হন স্বজনরা।
বাড্ডা স্বজন সমাবেশের সভাপতি এন এইচ কে মিঠু সকলের উদ্দেশ্যে বলেন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য অক্সিজেন দিয়ে থাকে। 

গাছ আমাদের বিভিন্ন দূর্যোগ থেকে রক্ষা করে, পরিবেশ সুন্দর রাখতে গাছের ভুমিকা অপরিসীম। শুধু তাই নয়, গাছ আমাদের খাদ্য, এবং ছায়া দেয়। তাই আমাদের সকলের উচিত্ বেশি বেশি করে গাছ লাগানো। দিন দিন গাছের সংখ্যা কমে যাচ্ছে যা আমাদের ভবিষ্যত্ প্রজন্মের জন্য বড় ধরনের সমস্যা তৈরি করবে। ভবিষ্যত্ প্রজন্মের কথা চিন্তা করে আমাদের বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে।'

বৃক্ষরোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বাড্ডা শাখার স্বজন মোহাম্মদ শাজাহান হোসেন বিদু্যত্, সেন্টু হালদার, মির্জা রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, সফিকুল ইসলাম, সুজনসহ আরো অনেকে।

এন এইচ কে মিঠু, সভাপতি : বাড্ডা স্বজন সমাবেশ
 

স্বজন সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম