Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন সমাবেশ

যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা 

Icon

নাজমুল হোসেন

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৩, ০৪:০৭ পিএম

যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক সভা 

যুগান্তর-স্বজন সমাবেশ কসবা শাখার আয়োজনে ৮ নভেম্বর বুধবার তফজ্জল আলী ডিগ্রি কলেজে বাল্যবিবাহ, যেৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

যুগান্তর-স্বজন সমাবেশ কসবা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন স্বজন সমাবেশের সভাপতি মোঃ আব্দুল হান্নান। এ সময় যুগান্তর-স্বজন সমাবেশের সামাজিক কার্যক্রমকে উপস্থিত সবাই করতালি দিয়ে স্বাগত জানান।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সের ইউএইচ এন্ড এফপিও ডাঃ অরুপ পাল। তিনি বলেন, বাল্যবিবাহ শুধু মাত্র মায়ের স্বাস্থ্যই নয় বরং শিশুর স্বাস্থ্যের জন্যও হুমকি স্বরূপ। ১৮ বছরের নিচে মেয়েদের অপরিণত সন্তান জন্মদান বা কম ওজনের সন্তান জন্মদানের আশঙ্কা ৩৫-৫৫%। তাছাড়াও শিশু মৃতু্যর হার ৬০% যখন মায়ের বয়স ১৮ বছরের নিচে।'

উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম বলেন, বাল্যবিবাহ, যেৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। এসব ব্যাধী প্রতিরোধে যার যার অবস্থান থেকে সবাইকে সচেতন হতে হবে  এবং শিশুদেরকে পারবারিক ও সামাজিক মূল্যবোধ বিষয়ে শিক্ষা দিতে হবে।'

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রওনক ফারজানা বলেন, বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃতু্যর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশির ভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই।  বাল্যবিবাহ, যেৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা∏এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা।'

তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ শুরুতেই স্বজন সমাবেশকে ধন্যবাদ জানিয়ে  ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, তোমাদেরকে সঠিক শিক্ষা গ্রহণ করে উজ্জ্বল ভবিষ্যত্ গড়ে তুলতে হবে।' 

সভা শেষে উপস্থিত সবাইকে স্বজন সমাবেশের পক্ষ থেকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার একরামুল ইসলাম, প্রভাষক আলমগীর ওসমান ভূইয়া ও গোলাম মোস্তফা ও পুলিশের উপ পরিদর্শক মো. দেলোয়ার হোসেন। শিক্ষার্থীদের মধ্যে ছিলেন আব্দুর রহমান নিয়ন, সাদিয়া আক্তার স্বর্নালী, সাদিয়া ইসলাম, সামিয়া ইয়াসমিন, সুমাইয়া আক্তার, সিমা আক্তার, সাইমা ইসলাম মীম, খাদিজা সুমাইয়া, লাবিয়া আক্তার, ইতি আক্তার, লিজা আক্তার, নুসরাত আক্তার, তাসপিয়া আক্তার, জান্নাত আক্তার প্রমুখ। 

যুগান্তর স্বজন সমাবেশ কসবা শাখার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ডাক্তার বিল্লাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নওশের আলম, অর্থ সম্পাদক কেএম বিল্লাল, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রায়হান খান, সদস্য মোঃ জাকারিয়া হাসান, মোঃ হূদয় মিয়া, উপদষ্টো সদস্য মোঃ শামিম মিয়া, মোঃ জাহাঙ্গীর ভুইয়া প্রমুখ।

সাধারণ সম্পাদক, কসবা শাখা।
 

স্বজন সমাবেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম