Logo
Logo
×

সারাদেশ

রমজানে পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিল স্বজন সমাবেশ

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:৩১ পিএম

রমজানে পাঁচ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিল স্বজন সমাবেশ

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শনিবার-শুক্রবার দুই দিন ধরে যুগান্তর স্বজন সমাবেশ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে হাওড় ও সীমান্ত জনপদের সুবিধাবঞ্চিত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, রসুন, সয়াবিন তৈল।

সুনামগঞ্জের তাহিরপুরের বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক প্রয়াত বৈদ মিয়া শাহ ও তার সহধর্মিণী সদ্য প্রয়াত মোছা. সামসুন নাহার বেগমের জ্যেষ্ঠ সন্তান দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের ব্যক্তিগত তহবিল থেকে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুগান্তর স্বজন সমাবেশ তাহিরপুরের বাদাঘাট কলেজ রোডের কার্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণকালে বিশিষ্ট আলেম মাওলানা গোলাম মোস্তফা, শায়খ মাওলানা সফি উল্লাহ, হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম, প্রবীণ ব্যক্তিত্ব নবাব আলী শাহ, মৌলভী এমদাদুল হক পীর, মাওলানা সালমান আহমদ সুজন, শাহরিয়ার শাহ, স্বজন সমাবেশের সদস্যসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্বজন সমাবেশ সুনামগঞ্জ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম