Logo
Logo
×

স্বজন সমাবেশ

সুবিধাবঞ্চিত শিশুদের হাসি ফোটালো স্বজন সমাবেশ ও সেভিয়র

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১০:৩৬ পিএম

সুবিধাবঞ্চিত শিশুদের হাসি ফোটালো স্বজন সমাবেশ ও সেভিয়র

ছবি: যুগান্তর

যুগান্তর স্বজন সমাবেশ ও সেভিয়র ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে ঈদ উপহার ফুডপ্যাক বিতরণ করা হয়েছে।

এরাবিয়ান স্টোরের সৌজন্যে ৭০ জন দুস্থ শিশুদের মাঝে পোলাও, তেল, চিনি সেমাইসহ ঈদ সামগ্রী তুলে দেওয়া হয়।

শনিবার রাজধানীর মেরুল বাড্ডায় প্রথম আলো স্বপ্নের স্কুল প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সেভিয়র সেক্রেটারি মুহাম্মদ রবিউল্লাহের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন, সেভিয়রের সহসভাপতি শাহিদুজ্জামান শোভন।

প্রধান অতিথি ছিলেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহসম্পাদক ও স্বজন সমাবেশের বিভাগীয় প্রধান হিমেল চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন, পশ্চিম রামপুরার সীমা নার্সিং হোমের পরিচালক মো. জসিম উদ্দিন ও লালবাগের এএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রিয়াজুল ইসলাম।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক শিল্পী আক্তার।

পৃষ্ঠপোষকতায় ছিলেন, অস্ট্রেলিয়া প্রবাসী মিন্টু সরকার ও মোহাম্মদ সাইফুল ইসলাম সাকিন, সুলতান মাহমুদ, আওলাদ হোসাইন, রাজিব হাওলাদার, এনায়েতুর রহমান রাসেল ও সাইদুর রহমান।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনটির সহসভাপতি বলেন, ঈদ ঘিরে প্রতি বছরই এই ধরনের আয়োজন করা হয়। দরিদ্র ও সুবিধা বঞ্চিতদের হাসি ফোটাতে অতীতের মতো ভবিষ্যতেও সেভিয়র ফাউন্ডেশন ভূমিকা রাখবে বলে জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে হিমেল চৌধুরী বলেন, সমাজে পিছিয়ে পড়াদের সহায়তায় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অপরিসীম।

অনুষ্ঠান উদ্বোধন করে দক্ষিণ বারিধারা সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান (শাহীন) বলেন, ঈদকে সামনে রেখে সুবিধা বঞ্চিত হতদরিদ্র শিশুদের জন্য এই উদ্যোগ তাদের পরিবারে এবছর ঈদে অন্যরকম খুশি বয়ে আনবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বেচ্ছাসেবক ডিএম মওদুদ আলম সিদ্দিক, তারেক হামিদ, এরাবিয়ান স্টোরের পাবলিক রিলেশন অফিসার আবু হুরায়রা সাকিব, সাইদ এম, প্রথম আলো স্বপ্নের স্কুলের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান তুহিন প্রমুখ।

 

স্বজন সমাবেশ সেভিয়র ফাউন্ডেশন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম