মধুপুরে স্বজন সমাবেশের আহবায়ক কমিটি গঠন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের মধুপুরে যুগান্তরের স্বজন সমাবেশের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। বুধবার বিকালে মধুপুর ক্লাব মার্কেটের তৃতীয়তলায় চারুশীলন ইনস্টিটিউট অ্যান্ড টেকনোলজি মিলনায়তনে কমিটি গঠন নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন যুগান্তর প্রতিনিধি এসএম শহীদ। সভায় সর্বসম্মতিক্রমে হুমায়ূন কবিরকে আহবায়ক করে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত হয়। কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হন মোমিনুল ইসলাম এবং সদস্য সচিব করা হয়েছে সবুজ আহমেদকে।
কমিটির অন্য সদস্যরা হলেন- খন্দকার বদিউজ্জামান বুলবুল, শফিকুল ইসলাম, পূর্ণ প্রসাদ নিলয়, জয়ন্ত গুরুসত্য, বৃষ্টি কর্মকার, তাসফিয়া, আসিফুর রহমান, ফয়জুর রহমান, আফজাল হোসাইন, জিহাদ মিয়া, আব্দুর রহমান, আশিক-ই রাব্বি নাব্বিল।
