যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বন্দরে জাতীয় কবির জন্মজয়ন্তী পালিত
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৪:৪২ এএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে আলোচনা সভা ও নজরুল সংগীতের আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ২৪ নং ওয়ার্ড বন্দরের দেউলী চৌরাপাড়া এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ বন্দর উপজেলা শাখা।
যুগান্তর স্বজন সমাবেশ বন্দর শাখার সভাপতি কবি কবির সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক দীন ইসলাম দিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, স্বজন উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, বন্দর স্বজনের সহসভাপতি আবদুল লতিফ রানা, মোহাম্মদ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ।
শেষে নজরুল সংগীত পরিবেশন করেন, ফাতেমাতুজ্জোহরা বৃষ্টি, মাইশা খান, সংগীতা সরকার, আতাউর রহমান, জামাল হোসেন ও রতন।
