Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১১:১৩ পিএম

গৌরীপুরে স্বজনের বর্ষাবরণ উৎসব

স্বজনের বর্ষাবরণ উৎসব। ছবি: যুগান্তর

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘বৃষ্টিভেজা আকাশে রঙধনু উদিত হোক মঙ্গলধারায়’ এ প্রতিপাদ্য নিয়ে বর্ষাবরণ উৎসবের আয়োজন করা হয়েছে। 

রোববার (১৫ জুন) বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হাতেম আলী সড়কে স্বজন সমাবেশ কার্যালয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে কবিতা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ। তিনি বলেন, ষড়ঋতুর দেশে বর্ষা হলো প্রকৃতির প্রাণ, নদ-নদী-খাল-বিলের জীবন। প্রকৃতিকে বাঁচাতে যেমন বর্ষার প্রয়োজন। বর্ষার জলধারাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের খাল-বিল-নদীকে বাঁচিয়ে রাখতে হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বক্তব্য রাখেন- ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, কবি অনামিকা সরকার, উপজেলা স্বজনের সহ-সম্পাদক লুৎফা রূপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, কলেজ স্বজনের সাংগঠনিক সম্পাদক রমজানুর আহমেদ নাজিম, তানজিনা আফরিন এ্যানি, রফিকুল ইসলাম রবি, ওয়াকিয়া তাবাসসুম তরিকা, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি আশিকুর রহমান রাজিব, রাজিবুল হাসান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। 

সাংস্কৃতিক পর্বে অংশ নেয়- তাইয়্যিবা জামান রায়না, তাসনিম রশিদ অর্পণা, আহনাফ রশিদ তনয়, তাসপিয়া জাহান রায়মা, এহসানুর হক জারিফ, রিফাহ তাসনিয়া তরী, আবির ও রাফসান রাজি তিহান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম