Logo
Logo
×

সারাদেশ

গৌরীপুরে স্বজনের উদ্যোগে মাসব্যাপী চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Icon

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১১:০৭ পিএম

গৌরীপুরে স্বজনের উদ্যোগে মাসব্যাপী চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

গাছ প্রদান করছেন যুগান্তর সমাবেশ। ছবি: যুগান্তর

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মাসব্যাপী গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (১৬ জুন) স্বজন সমাবেশ কার্যালয়ে চারা বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক। 

তিনি বলেন, এ দেশে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন দেখেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার হাত ধরেই বৃক্ষরোপণ শুরু হয়েছে, সেই চাহিদাপূরণে হাটে-বাজারে এখন গাছের চারা মহালের জন্ম হয়েছে। 

তিনি আরও বলেন, প্রকৃতি ও মানুষকে বাঁচিয়ে রাখার জন্য বনাঞ্চলের প্রয়োজন। আমাদের কাঙ্ক্ষিত বনাঞ্চল নেই। তাই খরা ও বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। তাই স্বজনদের ন্যায় সবাইকে গাছ রোপণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও স্বজনের সাধারণ সম্পাদক কবি সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, সাংবাদিক শামীম আনোয়ার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন আহাদ, উপজেলা বিএনপির সদস্য মঞ্জুরুল হক মঞ্জু, রহমত উল্লাহ, মান্নান মন্ডল, জয়নাল আবেদিন ফকির, রামগোপালপুর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সাহাব উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক ওমর ফারুক, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খুররম খান, সদস্য সচিব জিয়াউল আলম জুরান, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সাগর, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকার, সহনাটী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হৃদয় শাহিন, যুবনেতা শামীম হাসান প্রমুখ। 

উদ্বোধনী দিনে ৮টি স্বেচ্ছাসেবক সংগঠন ও কৃষকের মাঝে তিন শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম