Logo
Logo
×

অ্যাপস

২০২৫ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ কোনটা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম

২০২৫ সালে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ কোনটা

সম্প্রতি অ্যাপল ২০২৫ সালের অ্যাপ স্টোরের শীর্ষ চার্ট প্রকাশ করেছে। সেই তালিকায় 'চ্যাটজিপিটি' বড় সাফল্য অর্জন করেছে। এটি মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া ফ্রি আইফোন অ্যাপ হিসেবে শীর্ষে উঠে এসেছে।

গত বছর চ্যাটজিপিটির অবস্থান ছিল চতুর্থ। এবার এটি টিকটক, ইনস্টাগ্রাম, গুগল, হোয়াটসঅ্যাপ এবং থ্রেডসের মতো জনপ্রিয় অ্যাপগুলোকে ছাড়িয়ে গেছে। এ সাফল্য প্রমাণ করে যে কেবল প্রযুক্তিপ্রেমীরাই নয়, সাধারণ ব্যবহারকারীরাও এখন এআই-ভিত্তিক অ্যাপকে বিশ্বস্ত ডিজিটাল সহকারী হিসেবে ব্যবহার করছে।

এআই-এর ক্রমবর্ধমান চাহিদা মোবাইল অ্যাপের ধরণই বদলে দিয়েছে। চ্যাটজিপিটির শীর্ষে ওঠা এই পরিবর্তন পুরো অ্যাপ ইকোসিস্টেমের জন্য বড় একটি ইঙ্গিত বহন করছে।

চ্যাটজিপিটির জনপ্রিয়তা নতুন কিছু নয়; এটি ধীরে ধীরে মানুষজনের মধ্যে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ২০২৫ সালের মার্চে চ্যাটজিপিটি বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া অ্যাপ হয়, তখনই এটি টিকটক ও ইনস্টাগ্রামের মতো অ্যাপকে ছাড়িয়ে যায়। এর দ্রুত বৃদ্ধির কারণ হলো ব্যবহারকারীরা প্রযুক্তির সাথে কথোপকথনধর্মী যোগাযোগকে বেশি পছন্দ করছেন।

চ্যাটভিত্তিক এআই তথ্য অনুসন্ধানকে আরও সহজ, দ্রুত এবং ব্যক্তিগতকৃত করে তোলে। এই কারণে এটি ক্রমেই মোবাইল ব্যবহারকারীদের প্রিয় হয়ে উঠছে। ভবিষ্যতে মানুষের শিক্ষার, কাজের এবং কনটেন্ট তৈরি করার প্রক্রিয়ায় এআই-এর প্রাধান্য আরও বাড়বে—এটাই এই পরিবর্তন থেকে বোঝা যাচ্ছে।

সূত্র : নিউজ ১৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম