Logo
Logo
×

এশিয়া

জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৫ পিএম

জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর অবস্থান

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও দেশটির সিপিএন-ইউএমএল চেয়ারম্যান কেপি শর্মা অলিকে টানা ১০ দিন পর আবারও জনসমক্ষে দেখা গেছে। 

৮ ও ৯ সেপ্টেম্বরের জেন-জেড বিক্ষোভের পর তিনি প্রধানমন্ত্রী’র অফিসিয়াল বাসভবন বালুওতার ত্যাগ করে সেনাবাহিনীর হেলিকপ্টারে শিবপুরীর উদ্দেশে যাত্রা করেছিলেন বলে জানা যায়। বৃহস্পতিবার তিনি ভক্তপুরের গুণ্ডু এলাকায় পৌঁছান। 

ইউএমএল দলের উপমহাসচিব প্রদীপ গিয়াওয়ালি খবরহাব-কে জানান, অস্থায়ীভাবে গুণ্ডুতে অলির থাকার ব্যবস্থা করা হয়েছে। তিনি জানান, চেয়ারম্যান গুণ্ডুতে পৌঁছেছেন এবং তার থাকার ব্যবস্থা করা হয়েছে।

এসময় ইউএমএল নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। তার বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে ইউএমএল পলিটব্যুরো সদস্য মহেশ বসনেতের বাড়ির কাছাকাছি।

অলি গুণ্ডু থেকেই সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যক্রম চালাবেন বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার চ্যাসালস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংবিধান দিবসের অনুষ্ঠানে তার উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সেখানে যাননি।

এর আগে মহেশ বসনেত ঘোষণা দিয়েছিলেন, অলি কাঠমান্ডুতে ফিরলে তাকে লক্ষাধিক কর্মী স্বাগত জানাবেন।

প্রসঙ্গত, জেন-জি বিক্ষোভ চলাকালে অলির তেরাথুমের পৈতৃক ভিটা, ঝাপার দামাকের বাসভবন এবং ভক্তপুরের বলকটের বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে বর্তমানে গুণ্ডু এলাকায় স্থায়ীভাবে রাখা হয়েছে।

সূত্র: খবরহাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম