Logo
Logo
×

এশিয়া

‘মেরে ফেলার জন্য তাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছি’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৫, ০৫:০১ পিএম

‘মেরে ফেলার জন্য তাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছি’

জাপানের ওসাকায় সাত স্কুলছাত্রকে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শিক্ষার্থীরা স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ হামলার শিকার হয়। দ্য গার্ডিয়ান

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, আহত সাত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গ্রেফতার হওয়া যুবকের বয়স ২৮ বছর। তিনি টোকিওর বাসিন্দা। তাকে হত্যাচেষ্টার অভিযোগে ওসাকা পুলিশ হেফাজতে নিয়েছে।

এনএইচকে আরও জানায়, ওই ব্যক্তি পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে বলেছেন, সবকিছুতে বিরক্ত হয়ে গিয়েছিলাম, তাই কাউকে মেরে ফেলার জন্য তাদের ওপর গাড়ি উঠিয়ে দিয়েছি।

একজন প্রত্যক্ষদর্শী নিপ্পন টিভিকে জানিয়েছেন, গাড়িটি হঠাৎ কোনো কিছু বোঝার আগেই শিশুদের ওপর উঠে যায়। এক মেয়ের শরীর রক্তাক্ত হয়ে গেছে। অন্যরাও ভীষণভাবে আঘাত পেয়েছে।

আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্যমতে, ওই ব্যক্তি সার্জিক্যাল মাস্ক পরে ছিলেন। তাকে দেখে ভীষণ হতাশ মনে হচ্ছিল। ঘটনার পর স্কুলশিক্ষকরা তাকে গাড়ি থেকে টেনে বের করেছেন।

জাপান গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম