পাকিস্তানের পক্ষে অবস্থান
ভারতের বয়কটের ডাককে পাত্তা দিল না আজারবাইজান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৫৩ এএম
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একান্ত বৈঠক। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ভারতের বয়কট হুমকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন আজারবাইজানের প্রভাবশালী গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস-এর প্রধান ড. আহমেদ শাহীর ওগলু। পাকিস্তানের প্রতি আজারবাইজানের সমর্থনের জেরে নয়াদিল্লির ক্ষুব্ধ প্রতিক্রিয়ার প্রেক্ষিতে তিনি বলেন, ‘ভ্রাতৃত্বের মূল্যে কখনও আপস করা যায় না।’
বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
এক্স-এ (সাবেক টুইটার) দেয়া বার্তায় ড. ওগলু বলেন, ‘যারা আজারবাইজানকে ভ্রমণ নিষেধাজ্ঞা ও বয়কটের মাধ্যমে হুমকি দিতে চাইছেন, তাদের ইতিহাস ভালো করে পড়া উচিত! এই জাতি কখনও চাপের কাছে মাথানত করেনি। আমরা ন্যায়সংগত লড়াইয়ে আমাদের ভাই পাকিস্তানের পাশে আছি, এবং কোনো রাজনৈতিক হুমকিই আমাদের অবস্থান বদলাতে পারবে না।’
🇦🇿🤝🇵🇰
Those trying to threaten #Azerbaijan with embargoes and travel boycotts should read history well! When has this nation ever bowed to pressure? We firmly stand by our brother #Pakistan in their just cause, and no political threat can change this stance! Indian tourism…
তিনি আরও বলেন, ‘আজারবাইজান কখনও নিজের স্বার্থে ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। প্রতিটি বয়কট আমাদের আরও শক্তিশালী করে তোলে। আমরা এমন এক জাতি, যারা নিজেদের অর্থনীতি ও রাজনৈতিক স্বাধীনতা একযোগে রক্ষা করে।’
ভারতের কিছু পর্যটন সংস্থা ও লবি আজারবাইজানের বিরুদ্ধে বয়কট এবং নিষেধাজ্ঞার ডাক দেওয়ার পরই এই মন্তব্য করেন ড. ওগলু। তিনি বলেন, ‘সম্ভবত ভ্রমণ ও চাল রপ্তানির ক্ষেত্রে সাময়িক প্রভাব পড়বে, কিন্তু সম্মান ও ভ্রাতৃত্ব চিরন্তন। পাকিস্তান যদি আমাদের পাশে না দাঁড়াত, তবে আমরা নিজেদের মুখোমুখি হতে পারতাম না। আজারবাইজান কখনও ভ্রাতৃত্ব বিক্রি করে না!’
এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের প্রতি আজারবাইজানের প্রকাশ্য সমর্থনের জেরে ভারতীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম লাইভমিন্ট জানিয়েছে, আজারবাইজান ও তুরস্কে ভারতীয় পর্যটকদের বুকিং ৫০ শতাংশ কমে গেছে এবং আগের বুকিংগুলোর ২৫০ শতাংশ বাতিল হয়েছে।
মেক মাই ট্রিপ সূত্রে জানা গেছে, আজারবাইজান ও তুরস্কগামী নতুন বুকিং ৬০ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে ইজিমাই ট্রিপ এবং ইক্সিগো-এর মতো ট্রাভেল প্ল্যাটফর্মগুলো ওই দুই দেশে ভ্রমণ সংক্রান্ত সমস্ত সেবা স্থগিত করেছে। ভারতের জাতীয়তাবাদী মনোভাবের সঙ্গে সংহতি জানিয়েই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।

