Logo
Logo
×

আন্তর্জাতিক

দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:৪৬ এএম

দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল কনজারভেটিভ পিপল পাওয়ার পার্টির (পিপিপি) নেতৃত্ব ছাড়ছেন। সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছেন তিনি। খবর রয়টার্সের।

আগামী ৩ জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে পিপিপির হয়ে লড়বেন কিম মুন-সুকে। আর লিবারেল ডেমোক্রেটিক পার্টির হয়ে লড়বেন লি জে-মুয়ং। জরিপ অনুযায়ী, নির্বাচনে পিপিপির প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির কাছে ব্যাপক ভোটে হারবেন।

শুক্রবার নির্বাচন জরিপ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে গ্যালআপ কোরিয়া। ওই জরিপে অংশ নেওয়া ২৯ শতাংশ পিপিপির কিম মুন-সুকে সমর্থন দিয়েছেন। আর ৫১ শতাংশ ভোট দিয়েছেন লির পক্ষে।

গত বছর ক্ষমতায় থাকা অবস্থায় ইউন স্বল্প সময়ের জন্য দেশে সামরিক আইন জারি করেছিলেন। এর মধ্য দিয়ে তিনি বিদ্রোহ করেছেন, এমন অভিযোগ আনেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা। এ ছাড়া তার এমন পদক্ষেপে বিক্ষোভ শুরু হলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পতিত হয় দক্ষিণ কোরিয়া।

বিক্ষোভের জেরে একপর্যায়ে পার্লামেন্ট প্রেসিডেন্টকে অভিশংসিত করে। গ্রেফতারও হন তিনি। গত ৪ এপ্রিল দেশটির সাংবিধানিক আদালত ইউনের অভিসংশনের সিদ্ধান্তের পক্ষে রায় দেয়।

ফেসবুক পোস্টে ইউন লেখেন, ‘আমি স্বাধীন কোরিয়া প্রজাতন্ত্রকে রক্ষা করার দায়িত্ব পালনের জন্য পিপল পাওয়ার পার্টি ছাড়ছি। দয়া করে কিম মুন-সুকে আপনার সমর্থন জানান।’

দক্ষিণ কোরিয়া ইউন সুক ইওল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম