ভিসা নিয়ে চীনা নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে তাইওয়ান
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৫, ০১:৪৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
চীনের নাগরিকরা ব্যবসার উদ্দেশ্যে ভিসা নিয়ে যদি পর্যটন বা অন্যান্য কার্যকলাপে অংশ নেয়, তাহলে তাদের পাঁচ বছর পর্যন্ত তাইওয়ানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে বলে ঘোষণা দিয়েছে তাইওয়ানের সরকার।
তাইওয়ানের আইনসভায় জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আলোচনায় এ তথ্য জানান ক্রস-স্ট্রেইট বিষয়ক কাউন্সিলের (এমএসি) উপমন্ত্রী শেন ইউ-চুং।
ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) আইনপ্রণেতারা জানান, চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ‘শিয়াওহংসু’-তে সম্প্রতি এমন কিছু পোস্ট হয়েছে; যেখানে বলা হয়েছে, কনসার্ট দেখতে চাইলে ‘কনফারেন্স বা প্রদর্শনীতে অংশগ্রহণ’ ভিসার পরিবর্তে ব্যাবসায়িক ভিসার জন্য আবেদন করতে।
কারণ, ব্যাবসায়িক ভিসায় কম নিয়ম-কানুন থাকে এবং পর্যটন করার সুযোগ বেশি থাকে।
শেন বলেন, এমএসি এ ধরনের অনেক অভিযোগ পেয়েছে এবং কিছু এজেন্সি এই দুর্বলতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত ফি নিয়ে মানুষকে তাইওয়ানে পাঠাচ্ছে। অথচ ভিসায় যে উদ্দেশ্য দেখানো হয়েছে তা পালন করা হচ্ছে না।
করোনা মহামারির পর ২০২৩ সালের ২৪ আগস্ট চীনকে ব্যাবসায়িক উদ্দেশ্যে অস্থায়ী ভিসা দেওয়া পুনরায় শুরু করেছিল তাইওয়ান।কিন্তু এখন দেখা যাচ্ছে, অনেকে এই সুবিধাকে অপব্যবহার করছে।
এমএসি জানিয়েছে, ব্যবসায়িক ভিসা নিয়ে কেউ যদি সূচিতে সানমুন লেক বা কেনটিংয়ের মতো পর্যটন স্থানে যায়, তাহলে তার গতি-প্রকৃতি পর্যবেক্ষণ করা হবে। উদ্দেশ্যভ্রষ্ট প্রমাণিত হলে তাকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
ফোকাস তাইওয়ান
