Logo
Logo
×

আন্তর্জাতিক

তাইওয়ানের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় হুয়াওয়ে, এসএমআইসি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৩:৩৩ এএম

তাইওয়ানের রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় হুয়াওয়ে, এসএমআইসি

চীনের শীর্ষ দুই চিপ নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস এবং সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশনকে (এসএমআইসি) রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে তাইওয়ান। এই তালিকায় তালেবান ও আল কায়েদার মতো নিষিদ্ধ সংগঠনগুলোর নামও রয়েছে।

অর্থনৈতিক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ১০ জুন হালনাগাদ হওয়া তালিকায় এই দুই প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়। চিপ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে চীনের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রে রয়েছে হুয়াওয়ে ও এসএমআসি। খবর রয়টার্সের। 

রোববার এক বিবৃতিতে বাণিজ্য প্রশাসন বিভাগ জানিয়েছে, সম্প্রতি একটি পর্যালোচনা সভার পর ‘অস্ত্র বিস্তারের ঝুঁকি প্রতিরোধ এবং অন্যান্য জাতীয় নিরাপত্তার বিবেচনায়’ তালিকা হালনাগাদ করা হয়েছে। নতুন করে যুক্ত হয়েছে মোট ৬০১টি প্রতিষ্ঠান—যার মধ্যে রয়েছে রাশিয়া, পাকিস্তান, ইরান, মিয়ানমার ও চীনের একাধিক প্রতিষ্ঠান।

তাইওয়ানের অর্থনৈতিক মন্ত্রণালয়ের বাণিজ্য প্রশাসন বিভাগের ‘স্ট্র্যাটেজিক হাই-টেক কমোডিটিজ এনটিটি লিস্টে’ নাম এলে সংশ্লিষ্ট কোম্পানিতে পণ্য রপ্তানির জন্য তাইওয়ানের কোম্পানিগুলোকে সরকারের অনুমোদন নিতে হয়।

বিবৃতিতে আরও বলা হয়, উৎপাদকদের রপ্তানি নিয়ন্ত্রণ আইন মেনে চলতে হবে, যাচাই প্রক্রিয়া পূর্ণ করতে হবে এবং লেনদেন ঝুঁকি সতর্কভাবে মূল্যায়ন করতে হবে।

চিপ উৎপাদনে বিশ্বে অগ্রগামী দেশগুলোর মধ্যে একটি তাইওয়ান। দেশটির টিএসএমসি নামের প্রতিষ্ঠানটি চিপ নির্মাণের ক্ষেত্রে বৈশ্বিক বাজারে বড় ভূমিকা রাখে। এই কোম্পানি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য চুক্তিভিত্তিকভাবে চিপ তৈরি করে, যার মধ্যে রয়েছে বিশ্বখ্যাত এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানও। চীনের হুয়াওয়ে ও এসএমআইসি এই প্রযুক্তি প্রতিযোগিতায় টিএসএমসির সঙ্গে পাল্লা দিতে কাজ করছে।

তাইওয়ান সরকার আগেই চীনা কোম্পানিগুলোর জন্য চিপ রপ্তানিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে, বিশেষত তারা যদি তাইওয়ানে উৎপাদিত পণ্য ব্যবহার করে।

মার্কিন বাণিজ্য বিভাগের ‘কালো’ তালিকায় রয়েছে হুয়াওয়ে, যার ফলে প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বা সেগুলোর ওপর নির্ভরশীল তৃতীয় পক্ষের (যেমন—টিএসএমসি) পণ্য পায় না।

গত অক্টোবরে কানাডাভিত্তিক প্রযুক্তি গবেষণাপ্রতিষ্ঠান টেকইনসাইটস জানায়, হুয়াওয়ের ৯১০বি এআই প্রসেসরে টিএসএমসির চিপ ব্যবহার করা হয়েছে। এই মাল্টি-চিপ ৯১০বি মডেলকে এখন পর্যন্ত চীনের সবচেয়ে উন্নত এআই চিপ হিসেবে ধরা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম