Logo
Logo
×

আওয়ামী লীগ

সুনামগঞ্জ-২ আসনে বাদ পড়লেন সুরঞ্জিতের স্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩, ০৭:৫৬ পিএম

সুনামগঞ্জ-২ আসনে বাদ পড়লেন সুরঞ্জিতের স্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন থেকে নৌকা প্রতীকে লড়তে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শাল্লা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ। 

রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

আব্দুল্লাহ আল মাহমুদ পুলিশের মহাপরিদর্শক (আইজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ছোট ভাই। 

সুরঞ্জিত সেনগুপ্ত এ আসনে টানা সাতবারের এমপি ছিলেন। সুরঞ্জিতের মৃত্যুতে আসনটি শূন্য হলে তার স্ত্রী ড. জয়া সেনগুপ্তা দুবার এমপি নির্বাচিত হন। 

আব্দুল্লাহ আল মাহমুদ নৌকা প্রতীক পাওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। এলাকাবাসী মনে করছেন দীর্ঘদিন পর রাজনীতির মাঠে সঠিক নেতৃত্ব এসেছে। 

গত ২১ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেন তিনি।

আ. লীগের মনোনয়ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম