অফিসার নিয়োগ দেবে শাহজালাল ইসলামী ব্যাংক, স্নাতকোত্তরে আবেদন

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৮ মে ২০২৫, ০৫:২২ পিএম

বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দেশের অন্যতম শরিয়াভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ইনভেস্টমেন্ট (করপোরেট/এসএমই) বিভাগে এ নিয়োগ দেবে। অফিসার নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে ব্যাংকটি। ব্যাংকটির ১৪১টি শাখা রয়েছে।
পদের নাম: অফিসার, ইনভেস্টমেন্ট (করপোরেট/এসএমই)
আবেদনের যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। কোনো স্বনামধন্য বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৩ বছর বিনিয়োগ ডেস্কে করপোট শাখা বা প্রধান কার্যালয়ে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের বয়স: ১ মে ২০২৫ তারিখে সর্বোচ্চ ৪০ বছর।
অন্যান্য সুবিধা: যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন নির্ধারিত হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৪ মে ২০২৫।