Logo
Logo
×

ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার

অনলাইন জুয়ায় জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:২৩ পিএম

অনলাইন জুয়ায় জড়িত থাকলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রতীকী ছবি

মোবাইল ব্যাংকিং সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর কোনো মার্চেন্ট বা এজেন্ট অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে বিষয়টি তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।

এ বিষয়ে বুধবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে মোবাইল ব্যাংকিং পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

সাইবার অপরাধ দমন ও অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নতুন অধ্যাদেশ জারি করেছে সরকার।সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুসারে অনলাইন জুয়া এখন শাস্তিযোগ্য সাইবার অপরাধ। 

অনলাইন জুয়ার বেশির ভাগ লেনদেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সম্পন্ন হয় বলে কেন্দ্রীয় ব্যাংক এসব প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করেছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, অনলাইন জুয়ার কারণে সামাজিক অবক্ষয় ও অপরাধমূলক কার্যক্রম বাড়ছে। এ কারণে অনলাইন জুয়ার ক্ষতিকর দিকগুলো তুলে ধরে গ্রাহকদের সচেতন করতে প্রচারণা চালাতে বলা হয়েছে। কোনো মার্চেন্ট বা গ্রাহক অনলাইন জুয়ার সঙ্গে জড়িত কিনা- তা বিশেষভাবে তদারকি করতে হবে। প্রয়োজনে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে এ ধরনের লেনদেনের বিষয়টি তদারকি করতে হবে। মার্চেন্ট ও গ্রাহক পর্যায়ে তদারকি বাড়াতে হবে। মার্চেন্ট বা এজেন্ট যে এলাকার জন্য ব্যবসা পরিচালনার লাইসেন্স নিয়েছে, ওই এলাকায় ব্যবসা করছে কিনা- সেটি নিশ্চিত করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম