Logo
Logo
×

রাজনীতি

পাকিস্তানে ‘কমিশন ডে’ অনুষ্ঠানে যোগ দিলেন মেজর হাফিজ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ১০:০২ পিএম

পাকিস্তানে ‘কমিশন ডে’ অনুষ্ঠানে যোগ দিলেন মেজর হাফিজ

পাকিস্তান সামরিক বাহিনীর ‘২৬ ওয়ার কোর্সের’ অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের আমন্ত্রণে ‘কমিশন ডে’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, গত ২৭ ডিসেম্বর পাকিস্তান গেছেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ‘২৬ ওয়ার কোর্স’ কমিশনপ্রাপ্তদের মধ্যে প্রথম ছিলেন। তার হাতে ক্রেস্ট তুলে দিয়েছেন প্লাটুন কমান্ডার অবসরপ্রাপ্ত জেনারেল রাহাত ভাট্টি।

মেজর হাফিজ ২৯ ডিসেম্বর রাওলপিন্ডি ও ৩১ ডিসেম্বর করাচিতে দুটি অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

মেজর হাফিজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম