তারুণ্যের সেমিনার
একটি প্রতিপক্ষ সৃষ্টির চেষ্টা হচ্ছে: মঈন খান
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:০৬ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
একটি প্রতিপক্ষ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মঙ্গলবার বিকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
সেমিনারের আয়োজন করে বিএনপির তিন সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। ঢাকা, সিলেট, ময়মনসিংহ বিভাগ ও সাংগঠনিক বিভাগ ফরিদপুরের সহস্রাধিক তরুণ সেমিনারে অংশ নেন।
মঈন খান বলেন, বাংলাদেশে একটি ভুল ধারণা সৃষ্টির করা হয়েছে। এখানে একটি প্রতিপক্ষ সৃষ্টির চেষ্টা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা কারা করছে- তাদের চিহ্নিত করতে হবে। এখানে অন্তর্বর্তীকালীন সরকার, ছাত্রদের নতুন দল, বিএনপিসহ বিভিন্ন দলের মধ্যে দ্বন্দ্ব যারা সৃষ্টি করছে, আমি মনে করি- এটা উদ্দেশ্যেমূলক।
আরও পড়ুন: ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, টালবাহানা চলবে না: খোকন
তিনি বলেন, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে অনেকে সেদিন বলেছিল। নতুন করে স্বাধীন হয়েছে কিনা, আমি সেটা জানি না- বলব না। আমি যেটা বলি- বাংলাদেশের সেদিন নতুন করে যাত্রা শুরু হয়েছিল। আজকে নয়মাস পরে এসে সেই যাত্রা স্তিমিত হয়ে যাবে, স্থগিত হয়ে যাবে, ভুল পথে যাবে অথবা উলটো পথে যাবে- সেটা কিন্তু বাংলাদেশের মানুষ হতে দেবে না। আজকের যে অস্থিরতা আপনারা দেখছেন, আমাদের সঠিক পথে যেতে হবে, যাতে আমরা সেই অস্থিরতা থেকে বের হয়ে আসতে পারি, সেই দায়িত্বটা কিন্তু পালন করতে হবে তরুণদের।
ড. মঈন বলেন, জুলাই-আগস্টে যারা রাজপথে ছিল, তারা নিজেরা কী বলেছে- সাধারণ ছাত্র? তারা তো সাধারণ ছাত্র ছিল। আমার একটি ছোট্ট প্রশ্ন ছিল- সেই সাধারণ ছাত্রের মধ্যে ছাত্রদলের ছেলেরা কি ছিল না? সেই সাধারণ ছাত্রদের মধ্যে নুরু (নুরুল হক নুর) ও তার তরুণ ছেলেরা কি ছিল না? যে তরুণেরা সত্যিকারভাবে সঠিক পথে আছে। আজকে সেই তারণ্যের জয়গান গাইব। আর যে তরুণেরা বিপথে যায় সেই তরুণদের আমি শ্রদ্ধা করি না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিনের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন- আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, আলাপের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার রাশনা ইমাম, রাজনৈতিক বিশ্লেষক ও চিকিৎসক ডা. আব্দুন নূর তুষার, বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, রাজনৈতিক বিশ্লেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক ডা. জাহেদ উর রহমান, গবেষক ও বিশ্লেষক মেজর (অব.) রেজাউল করিম, দী ডিসেন্ট সম্পাদক কদরুদ্দিন শিশির, রাজনৈতিক বিশ্লেষক মুবাশ্বার হাসান, সমকালের সহকারী সম্পাদক এহ্সান মাহমুদ।
